পাহাড়ধসে ৭ ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

3

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় বৃহস্পতিবার রাতে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে গতকাল শুক্রবার ভোর থেকে সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বাঘাইহাট সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়কের মাটি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভারী বর্ষণে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ের একটি অংশ সড়কের উপর ধসে পড়ে। এতে সারাদেশের সাথে বাঘাইছড়ির যানচলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৬টা থেকে সড়কের কাজ শুরু করে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সদস্যরা। তাদের সহযোগিতা করেছেন, গাড়ির স্টাফ, উপজেলা প্রশাসনের টিম ও স্থানীয়রা। দীর্ঘ ৭ ঘণ্টা ধরে পাহাড়ের মাটি সরিয়ে নেওয়ার কাজ শেষ হয় দুপুর ১টার দিকে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার জানান, যান চলাচল স্বাভাবিক হয়েছে। তিনি বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক ও আমার অধীনেস্থ কর্মকর্তা কর্মচারীসহ সড়কের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।