পাহাড়ে বসবাসরতদের সচেতনতামূলক মাইকিং

8

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট এর উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট এর সহযোগিতায় যেকোন দুর্যোগে মানুষের সচেতনতা সৃষ্টিতে মাইকিং কার্যক্রম পরিচালনা করে থাকে।। তারই ধারাবাহিকতায় গত ২৮ মে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম এর দিক নিদের্শনায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট এর যুব প্রধান কৃষ্ণ দাশের পরিচালনায় সীতাকু- উপজেলার জঙ্গল ছলিমপুর এলাকায় ভারী বর্ষণের ফলে পাহাড় ধ্বস রোধে জনসচেতনতায় মাইকিং কার্যক্রম করে যুব স্বেচ্ছাসেবকরা।। ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ে ঘনবসতি লোকজন নিরাপদে থাকার জন্য জেলা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। প্রত্যেকটি মানুষের নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা মূলক পদক্ষেপ গ্রহণ যেকোন দুর্যোগ মোকাবিলা সম্ভব। চট্টগ্রাম জেলার স›দ্বীপ, বাঁশখালী ও কর্ণফুলী উপজেলায় দুর্যোগ পরবর্তী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে উপজেলা যুব স্বেচ্ছাসেবকরা। বিজ্ঞপ্তি