পাহাড়তলী কলেজে অভিভাবক সমাবেশ

1

পাহাড়তলী কলেজে ২৫ মে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিক্ষক ও অভিভাবকদের আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু প্রস্তাবনা আসে। এগুলো হলো : যারা বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হবে, তাদেরকে অনুত্তীর্ণ হিসেবে গণ্য করতে হবে এবং তাদের ২য় বর্ষে উত্তীর্ণ করা হবে না। শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করতে হবে। যারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবে না, তাদের জন্য দৈনিক হারে জরিমানা নির্ধারণ করতে হবে।
কলেজের পোশাক পরে শিক্ষার্থীদের কলেজে আসতে হবে। মাসে দুইটি ক্লাস টেস্ট নিতে হবে। এ প্রস্তাবনাগুলো পরবর্তীতে অধ্যক্ষ অনুমোদন করেন। অধ্যক্ষ পাহাড়তলী কলেজকে ক্রমান্বয়ে স্মার্ট কলেজে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করে সমাবেশের সমাপ্তি টানেন। বিজ্ঞপ্তি