পাকিস্তানে তাপপ্রবাহে শতাধিক মানুষের হিটস্ট্রোক

4

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানজুড়ে বিভিন্ন হাসপাতালে শতাধিক মানুষের হিটস্ট্রোকের চিকিৎসা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে (২৩ মে) জানিয়েছেন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি এ খবর জানিয়েছে। কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের মহেঞ্জো দারোতে আগের দিন ৪৯ ডিগ্রি সেলসিয়াস (১২০ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত তাপমাত্রা বেড়েছে।
২০২২ সালে দক্ষিণ সিন্ধু প্রদেশের এই প্রত্নতাত্ত্বিক শহর মৌসুমি বৃষ্টি ও বিধ্বংসী বন্যায় আক্রান্ত হয়েছিল। এই তাপপ্রবাহ অন্তত এক সপ্তাহ থাকতে পারে।
সাধারণ মানুষদেরকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, অপ্রয়োজনীয় ঘোরাফেরা থেকে বিরত থাকতে হবে। কিন্তু শ্রমিকরা বলছেন, আমাদের ঘরে বসে থাকার সুযোগ নেই। পরিবারের খাবার জোগাড়ের জন্য কাজে যেতে হবে।