পাকিস্তানে জঙ্গি হামলায় বিমানবন্দর চালুতে বিলম্ব

3

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চীনা-অর্থায়নে নির্মিত বিমানবন্দরের কার্যক্রম শুরু করার বিষয়টি পিছিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সরকার ও বিমান চলাচল সূত্র জানিয়েছে, গত সপ্তাহে ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের মারাত্মক হামলার পর নিরাপত্তা পর্যালোচনার জন্যই ওই কার্যক্রম পিছিয়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বেলুচিস্তান জুড়ে সমন্বিত হামলায় ৭০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।
চীনা কর্মকর্তাদের সঙ্গে ১৪ আগস্ট বিমানবন্দরটি উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। কিন্তু গত সপ্তাহের ভয়াবহ হামলার জেরে তা বাতিল করা হয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে পাকিস্তানের গোয়াদরে প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নতুন বিমানবন্দর নির্মাণের কাজ প্রায় শেষ। যা পাকিস্তান, ওমান এবং চীনের যৌথ উদ্যোগে বিমানবন্দরের কাছাকাছি একটি গভীর-জল বন্দরও তৈরি করা হচ্ছে। পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) জানিয়েছে, এটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে এবং এটি দেশের বৃহত্তম বিমানবন্দরগুলির মধ্যে একটি হবে। যদিও সা¤প্রতিক জঙ্গি হামলায় কোনও চীনা প্রকল্পকে লক্ষ্যবস্তু করা হয়নি।