পররাষ্ট্রমন্ত্রীর সাথে রাঙ্গুনিয়া উপজেলার ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

3

রাঙ্গুনিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির সাথে শনিবার ( ২৫ মে) ধানমন্ডি সরকারি বাসভবেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন শেখর বিশ্বাস। শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তড়িৎ কান্তি দে, দপ্তর সম্পাদক আবু তাহের, সদস্য ইলিয়াছ কাঞ্চন চৌধুরী, আবু মুনসুর, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হারুন সওদাগর, মো. লিয়াকত সহ রাঙ্গুনিয়া পূজা কমিটির নেতৃবৃন্দ।