পটিয়ায় সদস্যদের অংশগ্রহণে মমতার উঠান বৈঠক

7

নিয়মিত মাঠ পরিদর্শনের অংশ হিসেবে মমতার প্রধান নির্বাহী ও সমাজসেবায় রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব রফিক আহামদ কর্তফুলি উপজেলার কলেজবাজার শাখার কার্যক্রম সম্প্রতি সরেজমিন পরিদর্শন করেন। এসময় তিনি সদস্যদের অংশগ্রহণে উঠান বৈঠকে যোগদান করে সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় দলীয় সদস্যদের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধিতে দলনেত্রীদের দায়িত্ব সম্পর্কে এবং প্রান্তিক পর্যায়ের সদস্যদের যাবতীয় উদ্যোগ ও সম্ভাবনার কথা উঠে আসে।
গত ১৮ই মে, নিয়মিত মাঠ পরিদর্শনের অংশ হিসেবে মমতার প্রধান নির্বাহী ও রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত সমাজসেবী রফিক আহামদ পটিয়া উপজেলার পাঁচুরিয়া শাখার কার্যক্রম সরেজমিন পরিদর্শণ করেন। এসময় তিনি মমতা সঞ্চয় ও ঋনদান কর্মস‚চির ‘দলনেত্রীদের নেত্রীত্বের বিকাশ ও দল ব্যবস্থাপনা বিষয়ক’ এক কর্মশালায় যোগদান করে সদস্যদের সাথে মতবিনিময় করেন। সমাজের প্রতিটি মানুষের মর্যাদা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে নারীর ক্ষমতায়ন জরুরি বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এসময় মমতার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নকে তরান্বিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নিরলসভাবে কাজ করে আসছে। মমতা সরকারের সহায়ক শক্তি হিসেবে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে বিগত চার দশকেরও বেশি সময় ধরে কাজ করছে।