পটিয়ায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত ৩

9

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ ৩ জন নিহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় গতকাল শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মনসা পূজা শেষে ছাগলের মাংস নিয়ে নগরীর বাসায় ফেরার পথে এ দুর্ঘটনায় পিতা-পুত্রকে বহনকারী সিএনজি চালিত ট্যাক্সির চালকও মারা যান। তারা হলেন লিটু কুমার ধর (৩০) ও তার বাবা শ্রীকান্ত ধর (৬৫)। তারা উপজেলার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লার ধর পাড়ার বাসিন্দা। এছাড়া নিহত চালক আলী আজগর (৩০) একই উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লড়িহড়ার মৃত আবদুল কাদেরের ছেলে বলে জানা গেছে।
আলী আজগরের বড়ভাই জাহাঙ্গীর বলেন, শনিবার বিকেলে আমার ভাই যাত্রী নিয়ে নগরীতে যাচ্ছিলেন। শান্তির হাট এলাকার পশ্চিমে হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি লরির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সামনে থাকা অপর একটি সিএনজি ট্যাক্সিকে ওভারটেক করতে গিয়ে তাদের সিএনজিটি উল্টে যায়। এ সময় কক্সবাজারমুখি মালবোঝাই লরিটি সিএনজিটিকে চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, বিকেল চারটার দিকে শান্তির হাট এলাকার পশ্চিমে সিএনজি-লরির সংর্ঘষ হয়। আমরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি।