পটিয়ায় আনারসের সমর্থনে সমাবেশ

4

পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. হারুনুর রশিদের আনারস মার্কার সমর্থনে পটিয়া উপজেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে অংশগ্রহণ ও নির্বাচনী প্রচারণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। ২৫ মে বিকেল পটিয়া কমিউনিটি সেন্টারে চেয়ারম্যান প্রার্থী হাজী মো. হারুনুর রশিদের আনারস মার্কার সমর্থনে প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।ইকবালুর রহমান ওপেলের সভাপতিত্বে এবং তারেকুর রহমান ইমনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন পটিয়ার জনগণের মনোনীত আনারস মার্কার প্রার্থী মো. হারুনুর রশিদ। সমাবেশ শেষে পটিয়ার বিভিন্ন পয়েন্ট আনারস মার্কার পক্ষে লিফলেট বিতরণ করেন নুরুল আজিম রনি। সমাবেশে প্রধান অতিথি চেয়ারম্যান প্রার্থী মো. হারুনুর রশিদ বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নের ধারা পটিয়ায় অব্যাহত রাখতে আমাকে বিজয়ী করবেন এটা আমি আশা রাখি। আমি পটিয়া পৌরসভার মেয়র ছিলাম, আমার সময়ে ব্যাপক কাজ করেছি। জনতা আমাকেই চায়। তাই আগামী ২৯ মে পটিয়ায় ভোট উৎসবে জনগণ অংশ নিয়ে সন্ত্রাস রুখে দেবে এবং আমাকেই বিজয়ী করবেন।’ আরো বক্তব্য দেন আকতার হোসেন সৌরভ, আবদুল্লাহ আল তানিম চৌধুরী, রেজাউল করিম রিপন, মেহেদী হাসান, ফয়সাল রফিক, মোরশেদ খান, মোস্তাফা করিম কাওসার, মো. ইদ্রিস, আরিফুর রহমান জিকু, রবিউল হোসেন খোকন। উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান, এম আর রিদয়, শাহজাদা চৌধুরী, তানভীর মেহেদী মাসুদ, আরিফ হোসেন, ইসমাইল উদ্দিন রুবেল, তারেকুর রহমান, মিজানুর রহমান রহিম, শাহরিয়ার শাহজাহান, মোরশেদুল আলম, জাবেদুল ইসলাম, হায়দার আলী সাদ্দাম, ঐশিক পাল জিতু, ইনজামুল হক, আরফাত হোসেন, মো জহির, তানভির হোসেন, নাঈম উদ্দিন সাফাত, মিনহাজ তালুকদার, আরশাদ মিশন, সাফায়েত নেওয়াজ রোকন, নেজাম উদ্দিন, শওকত হোসেন, আরিফুল ইসলাম, মো. তারেক, মো. ইশরাক, মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি