পটিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

1

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এম এম রেজা রিপন (৪০) নামের এক ব্যক্তিকে এক লাখ জরিমানা করা হয়েছে। রিপন পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের এসএম ইকবাল মোজাদ্দেদীর পুত্র। গতকাল বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও পটিয়া সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস এ জরিমানা আদায় করেন।
জানা গেছে, উপজেলার শ্রীমাই খালের হাইদগাঁও ইউনিয়নের রাজঘাটা ব্রিজ এলাকায় অবৈধভাবে বালু তোলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে এস এম রেজা রিপনকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (৪) ধারা লংঘন করার অপরাধে তাকে এক লাখ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও পটিয়া সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস জানান, বালু মহাল ব্যবস্থাপনা আইন লংঘন করে শ্রীমাই খালের হাইদগাঁও রাজঘাটা ব্রিজের কাছাকাছিতে বালু উত্তোলন করা হয়। ঘটনাস্থলে আটক হওয়া ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করে আদায় করেন।