ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে মহানবীর অনুপম আদর্শ অনুসরণীয়

4

সমগ্র আরব জাহান যখন পৌত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই আইয়ামে জাহেলিয়ার যুগে মহান আল্লাহ সত্য, ন্যায়, কল্যাণ ও একত্ববাদের প্রতিষ্ঠায় তাঁর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ (দ.)-কে অপার রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আধ্যাত্মিকতার উন্মেষ সাধনের পাশাপাশি ব্যক্তিজীবনে এবং সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় সকল মানব জাতির জন্য মহানবী (দ.)’র অনুপম আদর্শ সর্বদা অনুস্মরণীয়। চট্টগ্রামের আল আমিন বারীয়া দরবার শরীফে পবিত্র জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশশান মাহফিলে আল আমিন বারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে ত্বরিকত, মোহছেনে আহলে সুন্নাত আলহাজ্ব শাহ্ সূফি ছৈয়দ বদরুদ্দোজা বারী উপরোক্ত বক্তব্য রাখেন। গত ১৬ সেপ্টেম্বর বাদে মাগরিব অনুষ্ঠিত মাহফিলে মূখ্য আলোচক ছিলেন শাহজাদা আল্লামা ছৈয়দ মুহাম্মদ দস্তগীর বারী। উপস্থিত ছিলেন শাহজাদা ছৈয়দ মুহাম্মদ আমীর খসরু বারী, শাহজাদা ছৈয়দ মুহাম্মদ হাসান বারী, শাহজাদা ছৈয়দ মুহাম্মদ জুনায়েদ বারী, আল আমিন বারীয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ ড. ইসমাইল নোমানী, আল্লামা মুহাম্মদ মহিউদ্দীন আল কাদেরী, আল্লামা মোরশেদুল হক আল কাদেরী প্রমুখ। মাহফিলে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে অলি আউলিয়াগণের মাজারে হামলার নিন্দা জানিয়ে শাহজাদা আল্লামা ছৈয়দ মুহাম্মদ দস্তগীর বারী বলেন, ইসলামে যেখানে সাধারণ মুসলিম উম্মাহর কবরস্থানের প্রতিও সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে, সেখানে মহান আল্লাহর প্রিয় অলি আউলিয়াদের মাজারে হামলা পরিপূর্ণভাবে ইসলাম পরিপন্থি অপকর্মের সামিল। উল্লেখ্য, ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উপলক্ষে খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, তবারুক বিতরণ সহ বিবিধ কর্মসূচি পালিত হয়। এছাড়াও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন শাহ্ সূফি ছৈয়দ বদরুদ্দোজা বারী। বিজ্ঞপ্তি