নেতাকর্মীদের ভ্রাতৃত্ববোধে দলকে এগিয়ে নিতে হবে

7

চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সম্মেলন পরবর্তী নব-নির্বাচিত কমিটির টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পূর্ববর্তী প্রস্তুতিসভার আয়োজন করা হয়। টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে শুভাগমনে নেতৃবৃন্দের কর্মসূচির তথ্যাদি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চসিক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, আওয়ামী লীগের তৃণমূলকে সুসংগঠিত করতে হলে নেতাকর্মীদের মাঝে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের মধ্যেমে দলকে এগিয়ে নিতে হবে। ওয়ার্ডের এ সমস্ত কর্মসূচির মাধ্যমে দলকে সংগঠিত করে নেতাকর্মীদের মাঝে উৎসাহ যোগায়। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিথুন রশ্মি বড়–য়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী বিজয় কিষাণ চৌধুরী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর, সভাপতি, সম্পাদকমন্ডলী ও ইউনিট আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে-শৈবাল দাশ সুমন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সৈয়দুল আলম, হাজী মুহাম্মদ সাহাবুদ্দীন, মোঃ এনামুল হক, আবু ফরহাদ চৌধুরী সাবু,আহমদ সোবহান, তৌহিদুর রহমান, এটিএম শহীদুল্লাহ, মোঃ আইয়ুব, শেখ সাইফুদ্দীন খালেদ রানা, মৃদুল কুমার দাশ, হাজী মুন্সি মিয়া, মোঃ জাহাঙ্গীর মোস্তফা, বাবুল দেব রায়, এটিএম আহসান উল্লাহ খোকন, ইকবাল আহমেদ ইমু প্রমুখ। সভা শুরুর প্রাক্কালে মোঃ শামসুদ্দীন নুরী, অঞ্জন দত্ত ও সাধন কান্তি বড়–য়া কুরআন তেলোয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবের অভিযাত্রায় ৭৫ বছর প্লাটিনাম জন্মজয়ন্তীকে নিয়ে বিএনপির ষড়যন্ত্রমূলক বিষেদাগারের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করেন।