নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত আসলাম চৌধুরী

2

সীতাকুন্ড প্রতিনিধি

হাজারো নেতাকর্মীর ভালবাসায় সিক্ত হলেন আসলাম চৌধুরী। গতকাল মঙ্গলবার তিনি সীতাকুন্ডের বড় দারোগারহাট আসবেন, তাই সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী মহাসড়কের দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে ছিলেন তাকে দেখার জন্য।
বিএনপি সূত্র জানায়, দীর্ঘ ৮ বছর পর চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তি পান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির সাবেক আহব্বায়ক আসলাম চৌধুরী। গতকাল জামিনের খবরে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীর ঢল নামে। অভিনন্দন ও স্বাগতম ব্যানার-পোস্টারে ছেয়ে যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।
সকালে কারাগার থেকে মুক্তি পেয়ে নগরী হয়ে সীতাকুন্ডের উদ্দেশে রওনা হন তিনি। নগরীর বেশ কয়েকটি স্পটে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী তাকে বরণ করে নিতে সিটি গেট এলাকায় অবস্থান নেন। বিশাল গাড়ি বহর নিয়ে আসার সময় উপজেলার বিভিন্ন স্পটে নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
এ সময় নেতাকর্মীদের সাথে নিয়ে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সীতাকুন্ড উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহŸায়ক ডা. কমল কদর, সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন, সাবেক যুগ্ম আহব্বায়ক মো. জহুরুল আলম জহুর, স্বেচ্ছাসেবক দল উত্তর জেলার সাবেক সভাপতি মো. মোরসালিন, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব মোস্তফা, পৌর কাউন্সিলর শামসুল আলম আজাদ, পৌরসভা বিএনপির আহবায়ক জাগির মাস্টার, সদস্য সচিব সালে আহাম্মেদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা যুবদলের আহব্বায়ক মো. ফজলুল করিম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহব্বায়ক যুবদল সাহাব উদ্দিন রাজু, মোহাম্মদ ইসমাইল হোসেন, আব্দুস সালাম, সুলতান মো. আলাউদ্দিন, হেলাল উদ্দিন বাবর, মো. শাহেদ, মো. বখতিয়ার উদ্দিন, পৌরসভা যুবদলের সদস্য সচিব মো. জিয়া উদ্দিন জিয়া, ইসমাইল হোসেন সিরাজী, মো. জিয়া উদ্দিন বাবলু, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির নেতা মো. জাফর ভূঁইয়া, আলাউদ্দিন মাসুম, নুরুন নবী সালাম, ফিরোজুল আলম ফিরোজ, উত্তর জেলা নেতা সুনেন্দ ভট্টাচার্য সাগর প্রমুখ।
বিএনপি সিনিয়র নেতারা জনান, রাষ্ট্রদ্রোহ মামলায় লায়ন আসলাম চৌধুরী জামিন পেয়েছেন। মঙ্গলবার সকাল ১০টায় কারাগার থেকে মুক্তি পান তিনি। তিনি দীর্ঘদিন ধরে মিথ্যা মামলায় জেলে ছিলেন। অন্যসব মামলায় জামিনে ছিলেন তিনি। কিন্তু একটি রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে জামিন হওয়ার পরও তিনি ছাড়া পাননি। গত সোমবার আপিল বিভাগ হাইকোর্টের জামিন বহাল রাখায় মঙ্গলবার সকালে তিনি কারাগার থেকে মুক্তি পান।
উল্লেখ্য, ২০১৬ সালে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তারপর তার বিরুদ্ধে নতুন করে নাশকতাসহ বিভিন্ন মামলা হতে থাকে। মোসাদ কানেকশনের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলাও হয়। এভাবে শতাধিক মামলায় আসামি হন লায়ন আসলাম চৌধুরী এফসিএ।