নির্বাচনী সরঞ্জাম সরিয়ে নেওয়ায় খেলাধুলার জন্য উন্মুক্ত হলো সিজেকেএস জিমন্যশিয়াম

1

গত ১৬/০৫/২০২৪ইং তারিখে সিজেকেএস সাধারণ সম্পাদকের স্বাক্ষরে নির্বাচনী সরঞ্জাম সরিয়ে নেয়ার জন্য বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলীর হাতে সিজেকেএস এর সহ সভাপতি একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল ও নির্বাহী সদস্য মো. দিদারুল আলম কর্তৃক পত্র হস্তান্তরের প্রেক্ষিতে ও ঐকান্তিক প্রচেষ্টায় ৬ জুন সকাল হতে সিজেকেএস জিমন্যাশিয়ামে থাকা অবশিষ্ট সরঞ্জামসমূহ সরিয়ে নেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, সিজেকেএস সহ সভাপতি ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, সিজেকেএস সহ সভাপতি একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, নির্বাহী সদস্য ও ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান মো. দিদারুল আলম।