নিরাপত্তা ও আত্মবিশ্বাসের নাম বাবা

2

মিতা পোদ্দার

প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবারকে বিশ্ব বাবা দিবস হিসেবে পালন করা হয়। বছরের এই একটি দিনকে প্রিয় সন্তানরা আলাদা করে বেছে নিয়েছেন। নিরাপত্তা ও আত্মবিশ্বাসের নাম বাবা’: ‘বাবা’ শব্দটা যেন এক বিশাল পৃথিবীর সমান। একজন বাবা তার সন্তানদের শুধু ভালোবাসা নয়, তার শেষ সম্বলটুকু উজাড় করে দিতেও দুবার চিন্তা করেন না। কারণ সন্তানই তার কাছে অমূল্য ধন। আমার বাবা আমার কাছে বটগাছ। এ অনুভূতিটাই আমাকে একটা নিরাপত্তা আর নির্ভরতার বোধ দেয়। দেয় আত্মবিশ্বাস। সব সময় নীরব থেকে পরিবারকে সামলে রাখা মানুষটি হচ্ছে বাবা। সারা দিন কঠোর পরিশ্রম করে উপার্জন করে পরিবারের মুখে হাসি ফোটানোর নাম বাবা। বাবারা সব সময় অগোচরেই থাকে। জীবন নামক গল্পের পর্দার বাইরের চরিত্র বাবা। প্রতিবার যেকোনো উৎসবে পরিবারের সবার জন্য নতুন জামা নিলেও নিজের জন্য না নেওয়া মানুষটি হচ্ছে বাবা। আমার কাছে আমার বাবা হচ্ছে আমার আদর্শ, আমার অনুপ্রেরণা, আমার সামনে এগিয়ে চলার পাথেয়। আমাদের সবার জীবনেই বাবার গুরুত্বটি অপরিসীম। কিন্তু দিনশেষে আমরা আমাদের বাবার প্রতি সঠিক দায়িত্বটি পালন করছি তো? নিজে যখন আত্মনির্ভরশীল হই তখন আমরা বাবাকে ভুলে যাই। একটা সময় হয়তো ঠিকমতো কথাও বলা হয় না, বাবা ডাকটাও আর সন্তানের মুখ থেকে বের হয় না। সালাম দেওয়াটা তখন আর মন থেকে সম্মানের সহিত হয় না। সেই ছোটবেলা হাঁটি হাঁটি পায়ে বাবা তার পিঠে ঘুরিয়ে সাড়া পাড়া বেড়াতে নিয়ে যেত আমায়। মাটিতে পরে আঘাত না পাই সে বিষয়ে বাবার কত সতর্কতা।
জীবনের এ পর্যায়ে এসে এখনো আমার জীবনের বাবা নামটি মন থেকে কিছুতেই সরিয়ে নিতে পারছিনা। বাবা ডাকটি আর এখন দিতে পারিনা। অথবা দিলেও এখন কেউ আর শুনেনা। এটা খবরদারির বিষয় না। এটা এক অন্যরকম অনুভূতি, এটা এক অন্যরকম ভরসা। জীবনের প্রতিটা দিনই আসলে বাবা-মা দিবস। তবুও এই বাবা দিবসে পৃথিবীর সব বাবার প্রতি রইল অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকুক পৃথিবীর সব বাবা ও ভবিষ্যৎ বাবারা।
লেখক: প্রাবন্ধিক