নিকি হ্যালিই কী ট্রাম্পের রানিংমেট হচ্ছেন

2

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থী হওয়ার দৌড়ে ডনাল্ড ট্রাম্পের সামনে সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন নিকি হ্যালি। জো বাইডেনের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে এবার তাকেই রানিংমেট করার কথা বিবেচনা করছে ট্রাম্পের প্রচার শিবির। অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশ না করার শর্তে এ বিষয়ে জানেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে শনিবার এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, হ্যালি তাকে নির্বাচনে জয়লাভ করতে সহায়তা করবেন এমনটা যদি ট্রাম্পকে বোঝানো সম্ভব হয় তবে ট্রাম্প হয়তো রানিংমেট হিসেবে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক এই দূতকে বেছে নেবেন। সেই সঙ্গে ট্রাম্প চাইবেন, যদি তিনি নির্বাচনে হেরে যান তবে হ্যালি তাকে কারগারে যাওয়া এড়িয়ে যেতেও সাহায্য করবেন। ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলা চলছে। যেগুলোতে দোষীসাব্যস্ত হলে তার কারাদন্ড হতে পারে। হতে পারে লাখ লাখ ডলারের আর্থিক জরিমানাও। সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর হ্যালি এ বছরের শুরুতে প্রাইমারি ও ককাসগুলোতে ট্রাম্পের কাছ থেকে অনেকটা পিছিয়ে যাওয়ার কারণে মার্চে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তখন তিনি বলেছিলেন, ট্রাম্পই খুব সম্ভবত রিপাবলিকান দলের প্রার্থী হবেন-যার কাছে তিনি বার বার পিছিয়ে যাচ্ছেন। তবে নিজে সরে গেলেও সে সময় তিনি ট্রাম্পকে সমর্থন জানাননি। এ বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।