নারী ফুটবলের চার ক্লাবকে কাউন্সিলরশিপ দিল বাফুফে

2

বাফুফের বার্ষিক সাধারণ সভায় চারটি নারী দলকে কাউন্সিলরশিপ দিয়েছে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন)। যারা আগামী নির্বাচনে ভোট প্রদানের অধিকার পাচ্ছে। মেয়েরা সাফ শিরোপা জিতে বাংলাদেশ ফুটবলের নতুন দিগন্ত খুলে দিয়েও উপেক্ষিত। তাদের অলিম্পিক বাছাইয়ে খেলতে পাঠায় না বাফুফে। এমনকি মহিলা ফুটবলের চ্যাম্পিয়ন ক্লাবকেও এএফসি ওমেন্স চ্যাম্পিয়নস লিগ খেলতে দেয়নি মাহফুজা আক্তার কিরণ নিয়ন্ত্রিত মহিলা ফুটবল কমিটি। অথচ এই মহিলা ফুটবলের ক্লাব নিয়ে শুরু হয়েছে নতুন নাটক।
এবারের লিগের সেরা চার দল পেয়েছে ভোটাধিকার। শনিবার সাধারণ সভা শেষে বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন বলেন, ‘একটাই নতুন সিদ্ধান্ত হয়েছে। সেটা হলো মেয়েদের চারটা নতুন কাউন্সিলর পাশ হয়েছে। বিএফএফ এবং ওমেন্স কমিটির একটা চাহিদা ছিল। মেয়েরা যে লিগ খেলে এবং ন্যাশনাল টিমে খেলে সেখান থেকে কাউন্সিলরশিপ চাওয়া হয়েছিল।’ ‘চাওয়া হয়েছিল অনেকগুলা কিন্তু সেখান থেকে মাত্র চারটা পাস করা হয়েছে। আর বাকি সবকিছুই আগের মতো। টপ চারটা দল নির্বাচনে ভোটাধিকার পাবে,’ যোগ করেন তিনি।