নানিয়ারচরের চেয়ারম্যান কারাগারে

6

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমর জীবন চাকমাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন রাঙামাটি জেলা ও দায়রা আদালত। গতকাল রবিবার আদালতের দায়রা জজ সহিদুল ইসলাম এ নির্দেশ দেন। অমর জীবন চাকমার জামিন আবেদন নামঞ্জুর করে চার হত্যা ও একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে অমর জীবন চাকমা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
অমর জীবনের বিরুদ্ধে ২০১৮ সালের চাঞ্চল্যকর নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমাকে হত্যা, একই সালের জেএসএস (এমএন লারমা) কর্মী কালোময় দেওয়ান হত্যার অভিযোগে নানিয়ারচর থানায় মামলা রয়েছে। এছাড়া ২০১৮ সালে জেএসএস (এমএন লারমা) কর্মী শান্ত চাকমা ও একই বছরের গলতান্ত্রিক ইউপিডিএফ কর্মী নিরহ রঞ্জন চাকমা প্রকাশ জঙ্গলী হত্যার ঘটনায় লংগদু থানায় মামলা ছাড়াও ২০০৭ সালে অবৈধভাবে নিজের কাছে ১০১টি জাল নোট রাখার দায়ে বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
জানা গেছে, হাইকোর্টের আদেশে রবিবার নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমা জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করতে যান। এসময় দায়রা জজ সহিদুল ইসলাম ৫টি মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
অমর জীবন চাকমার আইনজীবী উষাময় খীসা জানান, ২০১৮ সালের নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলাসহ আরো তিন হত্যাকান্ডে ও ২০০৭ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলায় এতো দিন হাইকোর্ট থেকে তিন মাসের জামিনে ছিলেন আমার মক্কেল। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর কোটের নির্দেশ মোতাবেক অমর জীবন চাকমা জেলা ও দায়রা আদালতে আত্মসমর্পণ করেন। আদালত এসব মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।