নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদ্যাপন

4

বান্দরবান: বান্দরবানে বুদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। বুধবার সকালে বান্দরবানে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও প্রয়াণ ত্রি-স্মৃতিবিজড়িত দিনটি উপলক্ষে বান্দরবান রাজ বাড়ি থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজ গুরু বিহারের বোধিবৃক্ষতলে সমাবেত হয়। শোভাযাত্রায় বান্দরবান বোমাং সার্কেল চিফ রাজা উচপ্রæ চৌধুরীসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন। পরে বোধিবৃক্ষতলে পঞ্চশীল গ্রহণের পর বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারী, দায়ক-দায়িকা, উপসেক-উপাসিকারা চন্দনের জল ও ফুল নিয়ে বোধি বৃক্ষমূলে চন্দন জল সিঞ্চনের মধ্য দিয়ে দিনটি পালন করেন। পরে বিহারের সমবেত হয়ে পঞ্চশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনায় রাজগুরু বৌদ্ধ বিহার, কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষু ও শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারী দায়ক-দায়িকা অংশ নেন। বান্দরবান প্রতিনিধি

রাঙ্গুনিয়া: দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) সকালে রাঙ্গুনিয়া উপজেলা বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে বিভিন্ন বিহারের অধ্যক্ষ ও দায়ক-দায়িকাদের অংশগ্রহণে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি রাঙ্গুনিয়া পৌরসভার হরিণগেট সংলগ্ন কেন্দ্রীয় সৈয়দবাড়ি ধর্মচক্র বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে শুরু করে কাপ্তাই সড়কের থানাসদর, রোয়াজারহাট, ঘাটচেক ও ইছাখালীসহ প্রায় চার কিলোমিটার সড়ক ও উপজেলা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় সুসজ্জিত পরিবহন এবং রঙ-বেরঙের বৌদ্ধ পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে হাজারো পুণ্যার্থী বৌদ্ধ ধর্মাবলম্বী নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি ও উদযাপন পরিষদের সভাপতি ধর্মসেন মহাথেরো। সমাপনী বক্তব্য দেন উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি মনিলাল তালুকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব।
উদ্বোধক ছিলেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তমানন্দ থের। ধর্মদেশক ছিলেন উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দশ্রী ভিক্ষু, অর্থ সম্পাদক সত্যানন্দ স্থবির। উদযাপন পরিষদের প্রকাশনা সচিব সুজিত তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উদযাপন পরিষদের যুগ্ম সমন্বয়কারী পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, সুদত্ত বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া সতু, পলাশী মুৎসিদ্দী, সুব্রত বড়ুয়া, শিক্ষক অরুণ বড়ুয়া, ছোটন বড়ুয়া, সত্যপ্রিয় বড়ুয়া কাবুল, শুক্লা মুৎসুদ্দী, সমীর বড়ুয়া শিমুল, শিক্ষক অসীম বড়ুয়া, দোলন বড়ুয়া, যতীশ কুমার বড়ুয়া, তরুণ বড়ুয়ার, সোহেল তালুকদার, চন্দন বড়ুয়া, পঙ্কজ কুসুম বড়ুয়া, বিপন বড়ুয়া, প্রবীর মুৎসুদ্দী জুয়েল, ক্লিনটন বড়ুয়া, প্রিয়তোষ বড়ুয়া প্রমুখ। শেষে মানব জাতির শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাউজান: বিশ্বের সকল অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা এবং মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মোটর শোভাযাত্রা বের করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। গতকাল বুধবার রাউজান ৬নং বিনাজুরী ইউনিয়ন সম্মিলিত বৌদ্ধ জনসাধারণের উদ্যোগে আয়োজিত শান্তি শোভাযাত্রার রাউজানের বিনাজুরি থেকে শুরু হয়ে কুÐেশ্বরী, গহিরা, সর্ত্তার ঘাট, চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক হয়ে রাউজান পৌর এলাকা, জলিলনগর, কদলপুর হাফেজ বজলুর রহমান সড়ক হয়ে পাহাড়তলী চৌমুহনী হয়ে চট্টগ্রাম কাপ্তাই সড়ক হয়ে গশ্চি, নোয়াপাড়া পথের হাট হয়ে পশ্চিম গুজরা হয়ে প্রদিক্ষণ করে পুনরায় রাউজানের বিনাজুরী এলাকায় গিয়ে শেষ হয়। শান্তি শোভাযাত্রায় কয়েক শতাধিক জিপ, পিক আপ ভ্যান, মোটর সাইকেল নিয়ে মোটর শোভাযাত্রা করে বৌদ্ধ ধর্মীয় অনুসারীরা । এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শোভাযাত্রা টেলিকনফারেন্সে উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। স্বাগত বক্তব্য রাখেন শ্রীমৎ অক্ষয়ানন্দ স্থবির। বিনাজুরি ইউপি চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিমলাচার স্থবির, ভদন্ত জিনবংশ ভিক্ষু, সুরিয়া বংশ ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু, উত্তর জেলা শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য বসুমিত্র বড়ুয়া, প্রভাষ বড়ুয়া, রাখাল চন্দ্র বড়ুয়া, শ্যামল বড়ুয়া, প্রিয়া বড়ুয়া, বকুল বড়ুয়া, সুজন বড়ুয়া, বাসু বড়ুয়া, তরুণ বড়ুয়া, জুয়েল বড়ুয়া, মুন্না বড়ুয়া, রাজেষ বড়ুয়া, অলক বিকাশ বড়ুয়া, মিঠন বড়ুয়া, টিপলু বড়ুয়া, উৎপল বড়ুয়া, সপু বড়ুয়া, পুলক বড়ুয়া, প্রজ্ঞাজয় বড়ুয়া, শান্ত বড়ুয়াসহ বিনাজুরী, ইদিলপুর, জ্যামুয়াইন ডোমখালী, লাঠিছড়ি, সুরঙ্গর সর্বস্তরের জনসাধারণ এতে অংশ নেন। রাউজান প্রতিনিধি

চন্দনাইশ: বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চন্দনাইশ বৌদ্ধ যুব সংসদের উদ্যোগে শান্তি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গতকাল ২২ মে সকালে শতাধিক মোটর বাইক ও ট্রাক নিয়ে শোভাযাত্রটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কালে বক্তাগণ বলেন, জগতের সকল প্রাণী সুখি হোক। এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি, মহা-পরিনির্বাণ, স্মৃতি বিজড়িত দিনটি বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন এ সম্প্রদায়ের লোকেরা। তাদের মতে গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন এই দিনে। তার জন্ম বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এ দিনে বৌদ্ধ পূর্ণিমা পালন করা হয়। চন্দনাইশ প্রতিনিধি