নগরে ঈদ ফ্যাশন শো

16

 

ঈদকে সামনে রেখে নগরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ঈদ ফ্যাশন প্রেস শো ২০২৩’। গত রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে দেশিয় ঐতিহ্য ও আন্তর্জাতিক চলের সংমিশ্রণের শো’তে উপস্থিত ছিলেন বিজিএমইএ-র প্রথম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিইউজে’র সিনিয়র সহ-সভাপতি রুবেল খান, আলোকিত চট্টগ্রামের নির্বাহী সম্পাদক বিশ্বজিত বণিক, সাংবাদিক রুপম চক্রবর্তী, ফিউশন ফাউন্ডার সাইফ আজাদ। প্রয়াত শিল্পী খালিদ আহসান, ফ্যাশন ডিজাইনার শিমুল খালেদকে উৎসর্গ করো হয় এই আয়োজন। উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার আইভি হাসান, ডিজাইনার সুলতানা নূরজাহান রোজি, ফ্যাশন ডিজাইনার শাহতাজ মুনমুন, মোহাম্মদ সেলিম, বøু-মুনের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল ইসলাম, ফ্যাশন ডিজাইনার সৌম্য চাকমা, ফ্যাশন ডিজাইনার কবিতা মোর্শেদ, ডিজাইনার মোহাম্মদ সাজেদ, ফ্যাশন ডিজাইনার এমডি ফয়সাল। নামিদামি ১২টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। এগুলো হলো- মিয়া বিবি, ডল’স হাউস, নক্ষত্র, বøু-মুন, লুবনা হাউস, চারু চট্টগ্রাম, শিখর চট্টগ্রাম, আরেশ্বরী বুটিক পেরাবাহ, ¯øীক এন্ড এলিগেন্স, বোরখা মেকার অংশ নেন। পৃষ্ঠপোষকতায় ছিলেন- কাচ্চি ডাইন, বায়েজিদ বিল্ডার্স, মিয়া বিবি, ¯øীক এন্ড এলিগেন্স। এছাড়া অনুষ্ঠানের সমর্থন অংশীদার হিসেবে ছিলেন রিভার ভিউ হোটেল এন্ড রেস্টুরেন্ট, বিসর্গ। শো’তে যুক্ত হয়েছে নন্দনতত্বের প্রিন্টিংস, প্যাটার্নস, সিলোটিস ও স্টাইলসের সমন্বয়। পোশাক বৈচিত্র্য এবং ডিজাইন ভিন্নতায় শাড়ি-পাঞ্জাবি, সালোয়ার কামিজ-পাঞ্জাবি এবং শার্ট-টপস বোরখা নিয়ে অংশ নেন মডেলরা। দৃষ্টিনন্দন ফ্যাশন কোরিওগ্রাফিতে ছিলেন লিটন দাস লিটু, আলমগীর হোসেন আলো, আরফান আবির, আরিফুর রহমান, নৃত্যে ছিলেন ঝিকি চাকমা, সঞ্চালনা করেন আরাফাত রুপক ও নিশিতা বড়ুয়া। বিজ্ঞপ্তি