নগরীতে ট্রাক চাপায় তরুণ-তরুণী নিহত

4

নিজস্ব প্রতিবেদক

নগরের পাহাড়তলীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তরুণ-তরুণী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর একটার দিকে স্থানীয় হাক্কানী পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, আকবরশাহ থানার বিশ্ব কলোনির এম ব্লকের জামাল উল্লাহর ছেলে মো. মেহেদী হাসান আরিফ এবং বিশ্বকলোনির এন ব্লকের ইয়াসিন বাবুলের মেয়ে শারমিন আক্তার। শারমিন চট্টগ্রাম আইন কলেজের ছাত্রী ছিলেন। তিনি ওই মোটরসাইকেল চালাচ্ছিলেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ বলেন, শারমিন মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার পেছনে আরোহী ছিল মেহেদী। হাক্কানি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বের হওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। পুলিশ দুই আরোহীকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি বলেন, মোটরসাইকেলটি আমাদের হেফাজতে আছে। আমরা ট্রাকচালককে আটকের চেষ্টা করছি। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ সংক্রান্ত আইনিগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।