ধারহীন ইংল্যান্ড হারল আইসল্যান্ডের বিপক্ষে

2

স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচের জয়খরা কাটিয়ে যে আশার প্রদীপ জ্বালিয়েছিল ইংল্যান্ড, তিন দিন যেতেই সেই আলো ফিকে হতে বসেছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে বিবর্ণ পারফরম্যান্সে একরাশ হতাশা উপহার দিয়েছে গ্যারেথ সাউথগেটের দল। হেরে গেছে উজ্জ্বল আইসল্যান্ডের বিপক্ষে। ওয়েম্বলি স্টেডিয়ামে শুক্রবার রাতের প্রীতি ম্যাচে ১-০ গোলে স্মরণীয় জয় পেয়েছে আইসল্যান্ড।
আইসল্যান্ডের বিপক্ষে এই নিয়ে ছয়বারের দেখায় দ্বিতীয়বার হারের তেতো স্বাদ পেল ইংল্যান্ড, জিতেছে তিনবার, অন্যটি ড্র। আগের পরাজয়টি ছিল ২০১৬ ইউরোর শেষ ষোলোয়। আগামী ১৪ জুন জার্মানিতে মাঠে গড়াবে ইউরোর এবারের আসর। শেষ পর্বের প্রস্তুতিতে গত সোমবার বসনিয়া-হার্জেগোভিনাকে ৩-০ গোলে হারায় ইংল্যান্ড। আগামী ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোয় পথচলা শুরু গতবারের রানার্সআপদের। ‘সি’ গ্রুপে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ স্লোভেনিয়া ও ডেনমার্ক।