দোহাজারী হাসপাতালে রোগীর আকষ্মিক মৃত্যু

0

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশের দোহাজারীর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলামে (৭২) নামে এক ব্যক্তি হাসপাতাল থেকে বের হয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পড়ে গিয়ে মৃত্যু বরণ করেন। গত ২৯ এপ্রিল, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা যায়, মৃত ব্যক্তি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৃত নজির আহমদের ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল থেকে ঠান্ডা ও নিউমোনিয়ার সমস্যা নিয়ে নুরুল ইসলাম দোহাজারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ২৯ এপ্রিল সকালে তিনি হাসপাতাল থেকে বের হয়ে হেঁটে দোহাজারী সদরে যাওয়ার পথে এসপি মার্কেটের সামনে হঠাৎ পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে এসে ইসিজি করার পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। স্থানীয়দের মনে করছেন, তিনি অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক করে মারা গেছেন। এ ব্যাপারে দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম বলেছেন, নুরুল ইসলাম নামে ওই বৃদ্ধ লোকটি প্রায় সময় হাসপাতালে ভর্তি থাকেন। গত ২১ মে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। গত ২৯ এপ্রিল সকালে এক্সরে করতে হাসপাতাল থেকে বের হয়েছিলেন। ওই ব্যক্তি হিট স্ট্রোকে নয়, হয়তো তিনি নিউমোনিয়ার কারণেই মারা যেতে পারেন।