দোহাজারীতে ৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

7

চন্দনাইশ প্রতিনিধি

দোহাজারী বিদ্যুৎ বিভাগের অধীনে দোহাজারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন দোহাজারী ও সাতকানিয়া এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১৫ লক্ষ ৭০ হাজার ৬৫০ টাকা বকেয়া বিলের কারণে ২০টি সংযোগ বিচ্ছিন্ন, ৫ অবৈধ বিদ্যুৎ সংযোগকারীকে সাড়ে ১৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।
গত ২ মে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ২০টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করে গ্রাহকদের নিকট থেকে ৫০ হাজার বকেয়া বিল আদায় করা হয়। পাশাপাশি ৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঐ ৫ ব্যক্তিকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় ১৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যুগ্ম জেলা জজ আইরিন পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন দোহাজারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী নয়ন কুমার দাস, উপ-সহকারী প্রকৌশলী কামরুল হাসান, এ.এস.আই যথাক্রমে মুহিউদ্দীন, মিজানুর রহমানসহ একদল পুলিশ সহায়তা করেন।