দেশপ্রেমিক রাজনীতিবিদ ইসহাক মিয়া ছিলেন গণমানুষের নেতা

3

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক উপদেষ্ঠামন্ডলীর সদস্য, গণ পরিষদ ও সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের প্রধান উপদেষ্ঠা, মরহুম জননেতা ইসহাক মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা ও দোয়া মাহফিল গত ২৬ জুলাই বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব নুর হোসেন। এতে উপস্থিত ছিলেন মো. আবু তাহের, মোঃ হোসেন, শামসুদ্দীন রাজু, ইমতিয়াজ প্রমুখ। সভায় বক্তারা বলেন মরহুম জননেতা ইসহাক মিয়া ছিলেন একজন দেশদরদী রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবাস্তবায়নে তিনি ছিলেন চির সোচ্চার। একজন মহান রাজনীতিবিদ হিসেবে তিনি সবসময় দেশের মানুষের কল্যাণে নিজ সাধ্যানুযায়ী ভুমিকা রেখে গেছেন। চট্টগ্রামের মানুষের কাছে তিনি একজন পরম অভিভাবকতুল্য রাজনীতিবিদ ছিলেন।বক্তারা এই ত্যাগী ও আদর্শিক রাজনীতিবিদের জীবন কর্ম থেকে প্রজন্মকে অনুস্মরণ ও অনুকরণ করার আহবান জানান।