দুঃসময়ে হাল ধরা ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো

4

পেশাদার ফুটবলে রোনালদো নাজারিওর যাত্রা শুরু হয় যে ক্লাবের হয়ে, একসময় সে ক্লাবের মালিকানা কিনলেন তিনি। দুঃসময়ে হাল ধরলেও এবার সেই ক্লাবের শেয়ার বিক্রি করে দিতে হচ্ছে ব্রাজিলিয়ান এই তারকাকে। শুধু তাই নয়, তার মালিকানায় থাকা আরেক স্প্যানিশ ক্লাবের শেয়ারও বিক্রি করার আভাস দিয়েছেন। ২০২১ সালে ক্রুজেইরো যখন দেনায় ধুঁকছিল, তখন ক্লাবটির ৯০ শতাংশ মালিকানা কিনেন নেন রোনালদো। সেবার তাকে খরচ করতে হয়েছে ৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এরপর ক্লাবটিকে নতুন করে সাজান ব্রাজিলিয়ান তারকা। তবে এবার আর ধরে রাখতে পারছেন না। ইতোমধ্যে ক্রুজেইরো বিক্রির সব কিছু চূড়ান্ত হয়ে গেছে। টাকার অঙ্ক আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও সংবাদমাধ্যমগুলো বলছে, ১১ কোটি ৭০ লাখ মার্কিন ডলারে শেয়ার বিক্রি করেছেন তিনি।