দীঘিনালায় সফল’র একুশ শতকের স্কুল ও শিখন বিষয়ে কর্মশালা

5

দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ি দীঘিনালায় ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দ্য লাইফলং সাক্সেস অফ অরফান চিল্ড্রেন ইন বাংলাদেশ (সফল) প্রকল্প বাস্তবায়নে তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে দীঘিনালায় ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষকের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে একুশ শতকের স্কুল এবং শিখন বিষয়ে দিনব্যাপি কর্মশালা করা হয়েছে। মঙ্গালবার সকাল ১১টায় দীঘিনালা উপজেলা সেমিনার কক্ষে এনজিও তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে সফল প্রকল্পের বাস্তবায়নে দীঘিনালা উপজেলা সফল প্রকল্পের সমন্বয়কারী প্রীতি চাকমা সঞ্চালনায়, তৃণমূল উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফ উদ্দীন বিপ্লব, তৃণমূল উন্নয়ন সংস্থা প্রোগ্রাম ম্যানেজার সুইচিং অং মারমা, দীঘিনারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামনা ত্রিপুরা প্রমুখ।