দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন এএপির অতিশী

2

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা। আম আদমি পার্টির (এএপি) বিধায়কদের সঙ্গে বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার বিকালে দিল্লির গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের পদত্যাগ তুলে দেবেন কেজরিওয়াল।
এনডিটিভি জানায়, বিধায়কদের বৈঠকে দলের নেতা দিলীপ পান্ডে প্রস্তাব দেন, মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাব করতে হবে কেজরিওয়ালকে। পরে তিনি অতিশীর নাম প্রস্তাব করলে সবাই তাতে সম্মতি দেন। অতিশী বর্তমানে দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং রোডস স্কলার অতিশী দিল্লির শিক্ষা ব্যবস্থা সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।