দায়িত্বরত শিক্ষার্থীদের পাশে পূর্বদেশ পরিবার

5

নিজস্ব প্রতিবেদক

দেশ সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যারা বাঁশখালীতে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেছেন, তাদের মাঝে পোশাক, ট্রাফিক লাইট বিতরণ করেছে দৈনিক পূর্বদেশ পরিবার। গত মঙ্গলবার পত্রিকাটির মহাব্যবস্থাপক (জিএম), বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম হোসাইনী উপজেলা সদরে শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী প্রদান করেন।
জানা গেছে, সারাদেশে সড়কে শৃঙ্খলায় দায়িত্ব পালনে রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। নৈপূণ্য দেখিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তারা। রাস্তায় দায়িত্ব পালন করা এসব শিক্ষার্থীর খাবার ও পানিসহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে পাশে থাকছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠন ও প্রতিষ্ঠান। বাঁশখালীতেও আপামর জনসাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।
দৈনিক পূর্বদেশের মহাব্যবস্থাপক (জিএম) কামরুল ইসলাম হোসাইনী বলেন, ‘অন্তর্র্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পূর্ব থেকেই শিক্ষার্থীরা রাস্তা-পরিষ্কার ও ট্রাফিকের কাজ শুরু করছেন। রাষ্ট্র যদি চায় ট্রাফিক বিভাগকে দুর্নীতি মুক্ত করতে, তাহলে উন্নত দেশের অনুকরণে এ সেক্টরে শিক্ষার্থীদের জন্য পার্ট-টাইম জব এর সুযোগ সৃষ্টি করা যেতে পারে।
তিনি আরও বলেন, বাঁশখালীর প্রধানসড়কে নিত্য যানজট লেগে থাকে। ছাত্ররা যখন ট্রাফিকের দায়িত্বে কাজ করছেন,তখন থেকে কোন যানজট ছাড়াই লোকজন স্বাভাবিকভাবে যাতায়াত করতে সক্ষম হয়েছে। আমাদের ছাত্র সমাজ দেখিয়ে দিচ্ছে কীভাবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়।