দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিলো বাংলাদেশ

3

স্পোর্টস ডেস্ক

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে শুরুর ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল বিশ্বকাপে গতবারের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া। ধারণা করা হয়েছিল কোরিয়া কঠিন প্রতিপক্ষ হতে পারে। কিন্তু গতকাল প্রথম ম্যাচে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্বাগতিকদের সামনে পাত্তাই পায়নি অতিথিরা। বাংলাদেশ ৬৭-২২ পয়েন্টে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়ে দারুণ সূচনা করেছে। প্রথম ম্যাচেই বাংলাদেশ ৬ বার দক্ষিণ কোরিয়াকে অলআউট করেছে। এর মধ্যে বিরতির আগে ছিল দুইবার। বাংলাদেশ আধিপত্য করে প্রথম ম্যাচেই জিতেছে। মিজানুর রহমান ম্যাচসেরা হয়েছেন। ‘এ’ গ্রæপে আজ বাংলাদেশ মুখোমুখি হবে মালয়েশিয়ার।