তিন দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে তুরস্কের যুদ্ধজাহাজ

7

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরে এসেছে তুরস্কের নৌবাহিনীর যুদ্ধজাহাজ টিসিজি কিনালিয়াদা। তিনদিনের শুভেচ্ছা সফরে এসেছে জাহাজটি। গতকাল মঙ্গলবার দুপুরে বন্দর জেটিতে পৌঁছায়। এসময় নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান এটিকে স্বাগত জানায়। বাংলাদেশ নৌ-বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ ও তুরস্কের ক‚টনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বন্দরে আসে জাহাজটি। এ সময় ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ তুরস্ক হাই কমিশনের প্রতিনিধি দল এবং বাংলাদেশ নৌ-বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, তুরস্কের জাহাজটিতে কর্মকর্তা ও নাবিকসহ মোট ১৫২ জন সদস্য আছেন। সফরকালে তারা নৌ-বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক, বন্দর চেয়ারম্যানসহ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া চট্টগ্রামে নৌ-বাহিনীর ঘাঁটি ও স্থাপনাসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। আজ বুধবার জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।