তামিমকে চান বিসিবি সভাপতি টেস্টের পর সাকিবের ভবিষ্যৎ

3

স্পোর্টস ডেস্ক

নাটকীয় ঘটনার জেরে গতবছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেননি তামিম ইকবাল। অথচ আসর শুরুর আগ পর্যন্ত বাঁহাতি ওপেনারই ছিলেন অধিনায়ক। পরে আর ক্রিকেটে ফেরা হয়নি তার। অনেকটা আড়ালে রেখেছিলেন নিজেকে। চলতি সপ্তাহে অর্ন্তর্বতী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা যখন বিসিবিতে পা রেখেছেন, সঙ্গে ছিলেন তামিম। এরপর থেকেই আলোচনা, তামিম ক্রিকেটে ফিরবেন নাকি বোর্ড পরিচালনায়?
বুধবার বিসিবি সভাপতির দায়িত্ব নেয়া ফারুক আহমেদ মনে করেন, দুই দিকেই তামিমের যোগ্যতা রয়েছে। খেলোয়াড় হিসেবে আরও দুই বছর ওয়ানডে দলে খেলার সম্ভাবনা দেখেন তিনি। আর খেলা একেবারে ছেড়ে দিতে চাইলে বিসিবিতে কাজ করার উপযুক্তও মনে করেন ফারুক। ‘সভাপতি হিসেবে অফ দ্য রেকর্ড যদি জিজ্ঞেস করেন, আমি কিন্তু দেখতে চাই আরও দুই বছর ক্রিকেট খেলুক।’ বিগত সরকারের সকল মন্ত্রী-সংসদ সদস্যদের উপরই জনরোষ তৈরি হয়েছে। যার বাইরে নন সাকিব আল হাসানও। শেখ হাসিনা সরকারের পতনের আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে দীর্ঘসময়ের জন্য দেশের বাইরে যান সাকিব। যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান সফরে থাকা বাংলাদেশ দলে যোগ দেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন, টেস্ট সিরিজের পরই সাকিবকে নিয়ে পলিসিগত সিদ্ধান্ত হবে।