তাপপ্রবাহ আরও দুই দিন

2

দেশের ১৩ জেলার উপর দিয়ে বইতে থাকা মৃদু তাপপ্রবাহ আরো দুইদিন অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, বৃষ্টিপাত কমার কারণে ফেনী জেলাসহ রংপুর বিভাগের ৮ জেলা ও সিলেট বিভাগের ৪ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামি দুইদিন তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি সারা দেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে’।
তবে শুক্রবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে। গত সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রংপুর, সৈয়দপুর, ডিমলা ও শ্রীমঙ্গলে। তবে তাপপ্রবাহের মধ্যেই শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খবর বিডিনিউজের
পূর্বাভাসে বলা হয়েছে, বুধ ও বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় মাঝারী ধরনের বৃষ্টিপাত হতে পারে।