তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতি

9

আন্তর্জাতিক ডেস্ক

পার্লামেন্টে অধিবেশন চলাকালেই হাতাহাতি ও মারামারি করেছেন তাইওয়ানের এমপিরা। নতুন সংস্কার প্রস্তাব নিয়ে বিরোধের জের ধরেই শুক্রবার (১৭ মে) এমন নাটকীয় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এর এই নাটকীয় দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। তাইওয়ানের পার্লামেন্ট যেন এক খেলাঘর। আর এমপিরা ছোট শিশু। তারা একে অপরকে কিল-ঘুসি, লাথি মারছেন, চিঁৎকার-চেচামেচি করছেন, চুল ধরে টানছেন, ধস্তাধস্তি করছেন। স্পিকার তাদেরকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন। কিন্তু তারা মারামারি চালিয়েই যাচ্ছেন। মুহূর্তেই সর্বোচ্চ ২ মিনিট ৭ সেকেন্ড ও সর্বনিম্ন ২৬ সেকেন্ডের নাটকীয় এই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে। নতুন সংস্কার প্রস্তাব নিয়ে ভোট শুরুর আগেই পার্লামেন্ট কক্ষের বাইরে কয়েকজন আইনপ্রণেতা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। শুরু হয় ধাক্কাধাক্কি। পরে তারা স্পিকারের আসনের চারপাশে উঠে আসেন। কেউ কেউ ধাক্কা দিয়ে সহকর্মীকে মেঝেতে ফেলে দেন। কেউ টেবিলের ওপর উঠে পড়েন। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে বিকেলের দিকে আবারও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা।