ঢাকায় অবস্থানরত মার্কিনিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

8

পূর্বদেশ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতিতে ঢাকায় অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। গতকাল শনিবার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।
মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তায় বলা হয়, ঢাকা ও অন্যান্য শহরে আরও আন্দোলন ও বিক্ষোভ হতে পারে এবং আগস্ট ৪ (আজ রবিবার) থেকে ‘অসহযোগ আন্দোলন’ শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।আন্দোলন ও সরকারের প্রতিক্রিয়ায় একধরনের অনিশ্চয়তা আছে এবং এ প্রেক্ষিতে মার্কিন নাগরিকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল এবং বিক্ষোভ পরিস্থিতি পরিহারের পরামর্শ দেওয়া হয়েছে।
যদি কোনও নাগরিক অনিরাপদ বোধ করে তবে তাদের উচিত হবে যুক্তরাষ্ট্রে ফেরত যাওয়া। বর্তমানে বাংলাদেশে ‘ডু নট ট্রাভেল (ভ্রমণ কোরো না)’ সতর্কবার্তা জারি করা হয়েছে।