ডাইনিংয়ের খাবারে মিললো আস্ত পোকা

2

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আমানত হলের ডাইনিংয়ের খাবারে আস্ত পোকা পেয়েছে এক শিক্ষার্থী। খাওয়ার সময় রান্না করা ঢেঁড়সের ভেতরে পোকাটি দেখতে পান ওই শিক্ষার্থী। গত বুধবার বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একটি ফেসবুক গ্রুপ পোস্টের মাধ্যমে এ ব্যাপারে জানান তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আপনারা কি বিয়ার গ্রিলস দেখতে চান? তাহলে চবির হলের খাবার খাওয়া মানুষগুলোকে দেখুন! ওরা সবাই একেকটা বিয়ার গ্রিলসের জীবন্ত উদাহরণ। কারণ তারা খাবার খাওয়ার সময় কত কত পোকামাকড় খায় তারা নিজেরাই জানে না। আমি খাওয়ার সময় এই মহাশয়কে গোমূত্র সহ আমাকে পরিবেশন করা ঢেঁড়সে আবিষ্কার করলাম।’
এ ব্যাপারে জানতে চাইলে মাইয়াজ চৌধুরী নামের ২২-২৩ সেশনের ঐ শিক্ষার্থী বলেন, ‘দুপুরে ডাইনিংয়ে খেতে গিয়েছিলাম তখন আমাকে যে খাবারটা সার্ভ করা হয়েছিল ওখানে দুইটা ঢেঁড়স দিয়েছে। একটা টুকরো করা আরেকটা আস্ত। এরপর আস্ত টা খুলে দেখি ওটার ভিতরে পোকা।’
এ ব্যাপারে কোনো অভিযোগ করেছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো অভিযোগ করিনি, অভিযোগ করলেও যে কিছু একটা হবে না এটা পরিষ্কার।’
ডাইনিং ম্যানেজার শেখ আব্দুল মান্নান বলেন, ‘এটা অনাকাক্ষিত ঘটে গেছে। মাঝে মধ্যে এরকম অনাকাক্সিক্ষত ঘটনা ঘটতেই পারে। বিষয়টা এমন নয় যে এটা প্রতিনিয়ত ঘটছে। তাছাড়া এ ব্যাপারে আমাকে কেউ কিছু জানায়নি।’ তিনি আরো বলেন, ‘অন্যান্য হলের তুলনায় আমানত হলের ডাইনিং অনেকটা পরিষ্কার থাকে সবসময়। এ বিষয়টা অনাকাক্সিক্ষত।’
আমানত হলের প্রভোস্ট প্রফেসর নির্মল কুমার সাহা বলেন, ‘খাবারে পোকা পাওয়া তো ভালো লক্ষণ না। এ ব্যাপারে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। তবে আজকেই আমি ম্যানেজারকে এ ব্যাপারে জিজ্ঞেস করব। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, এর আগে গতবছর বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ের খাবারে সিগারেটের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছিল।