ট্রাম্পের বিদ্বেষমূলক বক্তব্যের নিন্দা জানালো হোয়াইট হাউজ

5

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ভারতীয়, নাকি কৃষ্ণাঙ্গ? প্রশ্ন করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের সবচেয়ে বড় বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প এ প্রশ্ন তোলেন। ট্রাম্পের এমন প্রশ্ন বা বক্তব্যকে আক্রমণকে ‘বিদ্বেষমূলক’ এবং ‘অপমানজনক’ বলে নিন্দা জানিয়েছে হোয়াইট হাউজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। সাংবাদিকদের সম্মেলনে ট্রাম্প আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে ‘পরোক্ষভাবে’ চেনেন। তিনি বলেন, ‘কমলা হ্যারিস সবসময় ভারতীয় ঐতিহ্যের ছিলেন। তিনি শুধু ভারতীয় ঐতিহ্যের প্রচার করতেন। কিন্তু কয়েক বছর আগে তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দিতে শুরু করেন। তার আগ পর্যন্ত আমি জানতাম না যে তিনি কৃষ্ণাঙ্গ। এখন তিনি কৃষ্ণাঙ্গ পরিচয়ে পরিচিত হতে চান।’ ট্রাম্প আরও বলেন, ‘আমি তার দুই পরিচয়কেই শ্রদ্ধা করি। কিন্তু নিশ্চিতভাবে তিনি সেটি করেন না। কারণ, তিনি শুরু থেকেই ভারতীয় ছিলেন। হঠাৎ করেই সুর পাল্টে একজন কৃষ্ণাঙ্গে পরিণত হলেন।’
৫৯ বছর বয়সী কমলা হ্যারিস অবশ্য ভারতীয় ও জ্যামাইকান ঐতিহ্য বহন করেন। তার মা ভারতীয়। আর বাবা জ্যামাইকান। দীর্ঘদিন ধরেই তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ ও এশীয় বলে পরিচয় দিয়ে আসছেন। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ ও এশীয় আমেরিকান হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে বাদ পড়েছেন। ফলে গত মাসের শুরুর দিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন কমলা হ্যারিস। এরপর থেকেই অনলাইনে লৈঙ্গিক ও বর্ণবাদী আক্রমণের শিকার হচ্ছেন তিনি। ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের প্রেসসচিব কারিন জিন-পিয়েরে বলেন, ‘ট্রাম্প যা বলেছেন, তা অত্যন্ত জঘন্য, বিদ্বেষমূলক এবং অপমানজনক।’