টি-২০ বিশ্বকাপ আয়োজন অনুরোধে ভারতের ‘না’

2

আসছে অক্টোবরের প্রথম সপ্তাহে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ গড়ানোর কথা বাংলাদেশে। চলমান রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর আস্থা পাচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেজন্য ভারতকে আয়োজনের অনুরোধ করেছিল সংস্থাটি। আইসিসির সেই প্রস্তাবে না বলে দিয়েছে বিসিসিআই। আপাতত সংস্থাটি শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে কথা বলছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘আইসিসি আমাদের জিজ্ঞাসা করেছিল আমরা বিশ্বকাপ আয়োজন করতে পারব কিনা। আমি স্পষ্টভাবে তাদের না বলে দিয়েছি।’ ‘আমরা এখন বর্ষার মৌসুমে আছি এবং তার উপর আগামী বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব আমাদের। আমি তাদের এমন কোনো সিদ্ধান্ত দেইনি পরপর দুটি বিশ্বকাপ আয়োজনের।’
আগামী মাসে বাংলাদেশের ভারত সিরিজ নিয়ে জয় শাহ বলেছেন, ‘বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে আমাদের এখনও কথা হয়নি। নতুন একটি অর্ন্তর্বতীকালীন সরকার গঠন হয়েছে। তারা হয়তো আমাদের সাথে যোগাযোগ করবে অথবা আমরা তাদের সাথে যোগাযোগ করব। বাংলাদেশের সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’