টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান কাল

3

 

বাগীশ্বরী সংগীতালয়ের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী, সংগীতগ্রন্থ প্রণেতা রিষু তালুকদারের একক নজরুল সংগীতানুষ্ঠান ‘সুরে ও বাণীর মালা’ কাল শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামস্থ থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে (টিআইসি) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান মালায় রয়েছে আলোচনা সভা, একক আবৃত্তি, একক সংগীত, সমবেত সংগীত ও দলীয় নৃত্য। অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন চবি উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের, প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
এতে সংগীতানুরাগীদের উপস্থিত থাকার জন্য বাগীশ্বরী নজরুলজয়ন্তী উদযাপন পরিষদের সমন্বয়ক যীশু সেন, আহŸায়ক প্রকৌশলী রিমন সাহা, সদস্য সচিব প্রিয়তোষ নাথ ও বাগীশ্বরী সংগীতালয়ের সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেন অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি