জেলা প্রশাসকের সাথে জাতীয় মহিলা সংস্থা নেতৃবৃন্দের সাক্ষাৎ

4

জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলা কার্যালয়ের নব নির্বাচিত কমিটির চেয়ারম্যান বিলকিস আখতার চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সাথে গতকাল ৭ মে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সৈয়দা আমেনা সিদ্দিকা, নাজিয়া বিনতে আবেদীন, রৌশন আক্তার এবং অফিসের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময়কালে জেলা প্রশাসক জাতীয় মহিলা সংস্থা চলমান উন্নয়ন কর্মকান্ডের ব্যাপারে খোঁজখবর নেন এবং বিভিন্ন প্রকল্প বিশেষ করে নারী উদ্যোক্তাসহ নারীদের কর্মসংস্থানের জন্য নতুন প্রকল্প উদ্যোগ এবং বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় জাতীয় মহিলা চট্টগ্রাম জেলার সভাপতি বিলকিস আকতার চৌধুরী মহিলা সংস্থার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থান, নতুন উদ্যোক্তাসহ সমাজকল্যাণমুখী সরকারের নানান প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি