জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম জেলার বইমেলা উদ্বোধন

4

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, স্বনির্ভর বাংলাদেশ গড়ার কারিগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম জেলার বইমেলা উদ্বোধন করেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নগরীর কাজির দেউড়ীস্থ একটি কনভেনশন হলে জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম মহানগর সভাপতি জসিম উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে ও পাঠাগারের সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহব্বায়ক ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহব্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপি’র যুগ্ম আহব্বায়ক এস.এম সাইফুল আলম, নগর বিএনপি’র যুগ্ম আহব্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, নগর বিএনপি’র আহব্বায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক সাহাবউদ্দিন হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শাহীন, জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম জেলার সহ-প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন খাঁন, জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম জেলার প্রকাশনা সম্পাদক সহকারী অধ্যাপক ইকবাল হোসেন সুমন, জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম জেলার সদস্য জাফরুল হাসান রানা, মঈনুদ্দিন খান রাজীব, জিয়াউল হক সোহেল, ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান সারাত, মো. কাইফ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি