জাহাজী শ্রমিকদের মতবিনিময় সভা

6

মহাপরিচালক শ্রম অধিদপ্তরের মাধ্যমে নৌ-সেক্টরে সকল জাহাজ শ্রমিক ও সংশ্লিষ্ট সকলের নিকট বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে ১১ দফা অমিমাংসিত দাবী বাস্তবায়ন ও নৌ-সেক্টরে চলমান সংকট সমাধান এর দাবীতে ১৮মে সন্ধ্যা ৭টায় কর্ণফুলী নতুন ব্রীজ চত্বরে চট্টগ্রাম নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্রমিক নেতা এম নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও রেজাউল করিম সেলিমের সঞ্চালনায় সভায় ১১ দফা দাবীর বিষয়বস্তু তুলে ধরেন বক্তারা। নেতৃবৃন্দ বলেন দাবি আদায়ের লক্ষ্যে জনমত সৃষ্টি এবং শ্রমিকদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। দ্রæত সময়ে দাবি মানা না হলে শ্রমিকদের কর্মবিরতি পালনসহ কঠিন আন্দোলনের প্রস্তুতি নিয়ে ঐক্যের ডাক দিতে হবে। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মো আলাউদ্দিন মাঝি, যুগ্ন সাধারণ সম্পাদক মো. নুরুল হোসেন, কার্যকরী সভাপতি মো. নুরুল আলম মাষ্টার, তৌসির সুকানী, মো. জাহাঙ্গীর, জাফর সুকানী, মো. হারুন রশিদ মাষ্টার, বাশঁখালী উপজেলা নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন সভাপতি মো. আজগর হোসেন তালুকদার, পতেঙ্গা থানা জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. হাছান বাদশা, কোষাধ্যক্ষ তুহিন, সদস্য রবিউল হোসেন রবি, জেলা কমিটর সহ সভাপতি মো. ইদ্রিছ মোল্লা, রেদোয়ান সুকানী, জামাল সুকানী, মৌলানা নুরুল ইসলাম প্রমুখ।