জামিনে বেরিয়েই বাদিকে গুলি করল আসামি!

4

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় জেল ফেরত আসামির গুলিতে সুুমি সুলতানা (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুমি সুলতানা ওই এলাকার প্রবাসী কামাল উদ্দিনের স্ত্রী।
জানা যায়, বছর খানেক আগে প্রবাসী কামাল উদ্দিনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সুমি সুলতানা বাদি হয়ে একই এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে মো. বাবুলসহ আরো ৭-৮ জনকে আসামি করে মামলা করে। ওই মামলায় কয়েকজন জেল খেটে জামিনে বের হয়। এর মধ্যে বাবুলও একজন।
মঙ্গলবার রাত ৭টার দিকে বাবুলের নেতৃত্বে ৫-৬ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে প্রবাসী কামাল উদ্দিনের বাড়িতে যায়। এসময় দরজা খুলতে বললে কামাল উদ্দিনের স্ত্রী সুমি সুলতানা দরজা খোলার সাথে সাথে বাবুল দুটি গুলি করে। গুলি সুমির চোখে ও কানে লাগে। পরক্ষণে ওই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরিবারের লোকজন সুমিকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সুমির বাম চোখ ও কান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পরিবারের লোকজন জানায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।