জাতীয় তারকা মাঠে এসেও খেলতে পারেনি

3

সিজেকেএস ক্রিকেট উপবিধিতে অস্পষ্টতা ও বিভ্রান্তির কারণে চরম খেসারত দিতে হয়েছে শিরোপা প্রত্যাশী মুক্তিযোদ্ধা সংসদকে। জাতীয় তারকা ফজলে রাব্বিকে মাঠে এনেও খেলাতে পারেনি তারা। ফলে একজন কোটা কম নিয়ে খেলে আবাহনীর কাছে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে তারকা খচিত দলটি। গতকাল সকালে খেলা শুরুর আগে ম্যাচ রেফারি মুক্তিযোদ্ধা কর্মকর্তাদেরকে জানিয়ে দেন, রাব্বি খেলতে পারবেনা।
কারণ তাদের কোটা (৭জন) আগেই পূর্ণ হয়ে গেছে। মুক্তিযোদ্ধা জানায়, তাদের ৬ জন খেলেছে ঢাকার কোটায়, রিপন লোকাল। ঢাকার ৬ জন খেলেছে আর একজন তারা পাবে। তারা জানান, ইতোমধ্যে দুইটা টিম লোকাল ছড়াও ৭ জন খেলিয়েছে। ক্রিকেট সম্পাদক জানিয়ে দেন, তিনি জান্তেন না। দোটানায় পড়ে দুই ঘন্টা সময় শেষ। পরে সহসভাপতি হাফিজুর রহমান এর অনুরোধে, খেলাধুলার সারথে মশিউর রহমান খেলতে রাজি হন একজন কোটা ছাড়াই। আর গুরুত্বপূর্ণ ম্যাচটিত হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েন।