জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যানের সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

3

সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলা শাখার নবনির্বাচিত চেয়ারম্যান ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কলিম উল্লাহ চৌধুরীর সহধর্মিনী বিলকিস আকতারের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদসহ মুক্তিযোদ্ধাবৃন্দ। ২৩ মে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দারুল ফজল মার্কেটের মুক্তিযোদ্ধা ভবনস্থ সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানের শুরুতে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সংসদের অধীন চান্দগাঁও কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরী, কোতোয়ালি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্রনাথ সেন, পাহাড়তলী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, জীবনে কোন কিছু পাওয়ার আশায় নয়, পরাধীনতার শৃঙ্খল থেকে এদেশকে মুক্ত করতে পারা এটার আমাদের জন্য বড় পাওয়া। জাতীয় মহিলা সংস্থার চট্টগ্রাম জেলার চেয়ারম্যান বিলকিস আকতার বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করে ২০ হাজার টাকায় উন্নীত করেছেন, এ ভাতা আরও বাড়বে। একজন বীর মুক্তিযোদ্ধার মুত্যুর পরে মরদেহে ফুল ও লাল-সবুজের পতাকা দিয়ে রাস্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ দিয়ে দাফন করা হয়। এর চেয়ে বড় সম্মান আর কিছুই নেই। বিজ্ঞপ্তি