জাতীয় ব্লাইন্ড ক্রিকেটারদের বেতনের আওতায় আনার পরিকল্পনা

2

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট। এ উপলক্ষ্যে প্রতিনিধি সভা গতকাল বেলা ১১টায় ঢাকাস্থ বিসিবি কার্যালয়ে উইংয়ের চেয়ারম্যান আকরাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা শেষে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি)’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সিইও লায়ন দিদারুল আলম চৌধুরীর বরাতে জানা যায়, টুর্নামেন্টে বিভিন্ন জেলার ২১টি দল অংশগ্রহণ করবে। এরমধ্যে বিবিসিসি’র দল ৬টি। টুর্নামেন্ট এরইমধ্যে মাঠে গড়ানোর কথা থাকলেও দলের সংখ্যা বেড়ে যাওয়াসহ বিবিধ কারণে আসরটি পবিত্র ঈদ-উল আযহা’র পর অনুষ্ঠিত হবে। এদিকে সভা শেষে লায়ন দিদারুল আলম চৌধুরী জানান, বিবিসিসি’র যে কোন অনুশীলন বা ক্যাম্পের খরচ বহন করবে বিসিবি। বিবিসিসি সিনিয়র ভাইস চেয়ারম্যানের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের প্রধান আকরাম খান আরও জানান, বাংলাদেশে ক্রিকেটের জাতীয় দলের আদলে ব্লাইন্ড ক্রিকেট জাতীয় দলের খেলোয়াড়দের ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বেতনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে ক্রিকেট বোর্ডের। সভায় বিবিসিসি’র পরিচালক প্রশাসন এনামে খুদা জুলু, পরিচালক অর্থ জাহিদ হোসেন, চীফ কোচ সানোয়ার হোসেন ও অতি. চীফ কোচ মাহমুদুল হক রনিসহ কাউন্সিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।