জাতীয় টি-২০ ব্লাইন্ড ক্রিকেটের ট্রফি হস্তান্তর

3

১৪ মে সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে শহীদ শেখ আবু নাসের স্মৃতি জাতীয় টি-২০ ব্লাইন্ড ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হয়। খুলনা ও রাজশাহীসহ চার বিভাগী দলের অংশগ্রহণের আসরে শেষ দিনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চট্টগ্রাম বিভাগ ৮ উইকেটে শহীদ তাজউদ্দিন ঢাকা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। গতকাল বিকালে এই চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টের উদ্যোক্তা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের চেয়ারম্যান লায়ন দিদারুল আলম চৌধুরী তুলে দেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের হাতে। এ সময় দলের ক্রিকেটাররাসহ সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি