জহুর আহমেদ চৌধুরী’র কবরে বাগমনিরাম আ.লীগের শ্রদ্ধার্ঘ

2

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকী ও সাবেক কমিশনার চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীর সহধর্মিণী সফিনাজ মাহতাব এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগ গতকাল সকাল সাড়ে ৯টায় খতমে কোরআন মিলাদ মাহফিল, আলোচনা ও তাঁদের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজিম এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহিল সিরাজ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ’র সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ সভাপতি শফর আলী, নগর আওয়ামী লীগ’র উপদেষ্টা, শেখ মো. ইসহাক, নগর আওয়ামী লীগ’র কার্যকরী সদস্য আব্দুল লতিফ টিপু, কোতোয়ালি থানা আওয়ামী লীগ’র সভাপতি ফিরোজ আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সহ সভাপতি এড সাজ্জাদুর রহমান বাচ্চু, কুতুব উদ্দিন চৌধুরী, শাহজাহান রতন, কোতোয়ালী থানা আওয়ামী লীগ’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান মনসুর, আওয়ামীলীগ নেতা কামরুল হাসান ছুটি, আমিনুল ইসলাম, বশির আহাম্মদ, আনোয়ার হোসেন, আবু তালেব, সাজ্জাদুল আলম মিল্টন, আবদুল মালেক, মো. শাহজান, কামরুল হাসান, মো. নাসির, অঞ্জন বিশ্বাস, আবদুল মতিন, দেলোয়ার হোসেন প্রমূখ। নেতৃবৃন্দ বলেন, জহুর আহমেদ চৌধুরী’র জীবনী অনুসরণ করে রাজনীতি করলে শুদ্ধ রাজনৈতিক চর্চা হবে এবং মানুষ এর জন্য কল্যাণমুখী কাজ করা সম্ভব হবে। জহুর আহম্মদ চৌধুরী ভোগ বিলাসের রাজনীতি করেননি ত্যাগের ও আদর্শের রাজনীতি করেছেন। বিজ্ঞপ্তি