জহুর আহমদ চৌধুরীর জীবনচরিত অনুসরণের আহবান মনজুর আলমের

2

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, জহুর আহমদ চৌধুরী একাধারে শ্রমিক নেতা ও জননেতা ছিলেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। বঙ্গবন্ধুর মন্ত্রীসভায় তিনি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হওয়ার পূর্বে স্বাধীনতার ঘোষণা জননেতা জহুর আহমদ চৌধুরীর নিকট প্রেরণ করেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জহুর আহমদ চৌধুরী ইস্টার্ন জোনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। মনজুর আলম জননেতা জহুর আহমদ চৌধুরীর জীবনচরিত অনুসরণের জন্য প্রজন্মের প্রতি আহবান জানান।
সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উত্তর কাট্টলী ১০নং ওয়ার্ডের সর্বসাধারণের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। এ উপলক্ষে খতমে কোরানে পাক, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাইফুল আলম। ১ জুলাই সকালে হযরত খাজা আব্দুল হাকিম শাহ আল মাইজভান্ডারী মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সুলতান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন। আলোচনা করেন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান আলী, আওয়ামী লীগ নেতা কায়ছার চৌধুরী, হানিফ চৌধুরী, হারুনুর রশীদ, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক অধ্যক্ষ বাদশা আলম সহ অন্যরা। এদিকে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের পাশে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান। বিজ্ঞপ্তি