জলদী ধর্মরত্ন বিহার সেবা পরিষদ গঠিত

6

বাঁশখালী পৌরসভার ২নং ওয়ার্ডস্থ জলদী ধর্মরত্ন বিহারের সেবা পরিষদ গঠনকল্পে এক সভা গত ২৬ এপ্রিল বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিহারের অধ্যক্ষ ধর্মপাল মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ধর্মপাল মহাথেরোকে সভাপতি (পদাধিকার বলে), শংকর প্রসাদ বড়ুয়াকে কার্যকরী সভাপতি ও অনু বড়ুয়া বাবুকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পরিষদ গঠন করা হয়। দুই বছর মেয়াদের এ পরিষদের অন্যরা হলেন সহ-সভাপতি শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া ও কৃষি কর্মকর্তা মৃদুল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার সুমেধ বড়ুয়া ও শিক্ষক বাবলু বড়ুয়া, অর্থ সম্পাদক টিটুরাজ বড়ুয়া ও জুয়েল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অসিত বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সুপলাল বড়ুয়া, দপ্তর সম্পাদক কীর্তনীয়া উত্তম বড়ুয়া, আপ্যায়ন সম্পাদক সুরঞ্জিত বড়ুয়া ও মদন বড়ুয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিক্ষক জিতেন্দ্র লাল বড়ুয়া, ধর্মীয় সম্পাদক শিক্ষক এস দুকুল বড়ুয়া এবং কার্যকরী সদস্য নিহার কুসুম বড়ুয়া, অমিয় বড়ুয়া, সুভাষ বড়ুয়া সোহাগ, দিলীপ বড়ুয়া, সাহিত্যিক সুপ্রিয় বড়ুয়া, শিক্ষক সমরসেন বড়ুয়া, সাংবাদিক জীবক বড়ুয়া, শিক্ষক অর্পণ বড়ুয়া, জয়দত্ত বড়ুয়া, সাংবাদিক সুবল বড়ুয়া, জয়সেন বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, সুবল বড়ুয়া তোয়ান, বিপ্লব বড়ুয়া ও বিদুল বড়ুয়া। সুমেধ বড়ুয়ার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকার কালিধন বড়ুয়া, ব্যাংকার বাবুল কুমার বড়ুয়া, স্পতি প্রভাকরণ বড়ুয়া, শিল্পী কমল বড়ুয়া নয়ন প্রমুখ। সভায় নতুন সেবা পরিষদ কমিটি গঠনের পাশাপাশি জলদী ধর্মরত্ন বিহার সেবা পরিষদের গঠনতন্ত্র প্রণয়ন, আসন্ন বুদ্ধপূর্ণিমা উদযাপনে বিস্তারিত আলোচনা হয়। বিজ্ঞপ্তি